English Version

পোশাকরীতি

ইউনিফর্মঃ

 

একীভূত শিক্ষার লক্ষ্যে সকল ছাত্রের জন্য অভিন্ন পরিধেয় চালু রয়েছে। সাদা শার্ট, নেভী ব্লু প্যান্ট, সাদা কেডস, সাদা মোজা, ১ ইঞ্চি কালো বেল্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য নেভী ব্লু হাফ প্যান্ট। অন্য সবার জন্য ফুল প্যান্ট। গ্রীষ্মকালে হাফ শার্ট এবং শীতকালে ফুল শার্ট, প্রয়োজনে নেভি ব্লু সোয়েটার। শার্টের পকেটের উপর স্কুলের মনোগ্রাম সহ ব্যাজ লাগানো বাধ্যতামূলক। তাছাড়া প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা কেডস এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কালো জুতা নির্ধারিত রয়েছে।